ইতিহাস
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও উদ্দেশ্য
প্রতিষ্ঠাকাল:
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন একটি অরাজনৈতিক সেবামমূলক প্রতিষ্ঠান এর জন্য তাঁর শ্রদ্ধেয় পিতা-মাতার নামে ২৭ রমজান, ১৪২৪ হিজরি, ০৫ অগ্রহায়ণ ১৪১০ বঙ্গাব্দ, ২২ নভেম্বর ২০০৩ খ্রি. শনিবার প্রতিষ্ঠা করেন “এম.এ. হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশন”। এ ফাউন্ডেশনের মাধ্যমে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বেসরকারিভাবে পরিচালনা করে যাচ্ছেন। ফাউন্ডেশনের কার্যপরিধি সমগ্র নারায়ণগঞ্জ জেলা ব্যাপী বিস্তৃত।
লক্ষ্য ও উদ্দেশ্য:
১। সিদ্ধিরগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী, মানসম্পন্ন এবং স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা।
২। শিক্ষার্থীদের মধ্যে স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা এবং স্বচ্ছ আকীদা সৃষ্টির মাধ্যমে নিষ্কলুষ চরিত্র গঠনের প্রেরণা দান করে ইহকাল এবং পরকালের কল্যাণের শিক্ষায় শিক্ষিত করে দেশ এবং জাতির নিঃস্বার্থ সেবায় আত্মনিয়োগকারী হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে মহান আল্লাহ্পাকের সন্তুষ্টি অর্জন করা।
৩। উন্নত গবেষণামূলক ও উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে “গিয়াসউদ্দিন ইসলামিক বিশ্ববিদ্যালয়” এবং দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক তৈরির মাধ্যমে আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে “গিয়াসউদ্দিন ইসলামিক মেডিকেল কলেজ ও হাসপাতাল” প্রতিষ্ঠা করা।
ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ
ক্রমিক নং | নাম | পদবী |
০১ | বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন | চেয়ারম্যান |
০২ | রেশমা বেগম | ভাইস চেয়ারম্যান |
০৩ | জি.এম. ফয়সাল | সদস্য |
০৪ | জি.এম. সাদরিল | সদস্য |
০৫ | জি.এম. কায়সার | সদস্য |
০৬ | জি.এম. সানভীর | সদস্য |
শিক্ষার্থীদের প্রার্থনা
শিক্ষার্থীদের পণ
রোজ সকালে ঘুম থেকে উঠবো
আল্লাহকে স্মরণ করে বলবো
আলহামদুলিল্লাহ্...॥
কোরআন হাদিস মেনে আমি চলবো
আল্লাহকে মানবো...॥ ॥
পড়া লেখা ভালো করে শিখবো
মাতা পিতার কথা মেনে চলবো.
গুরুজন কে মানবো...॥ ॥
সত্য ন্যায়ের পথ ধরে চলবো
অন্যায়ের প্রতিবাদ করবো
ন্যায় পরায়ণ হবো...॥ ॥